Search
Close this search box.
Search
Close this search box.

সাকিব-শান্তদের ছাড়াই ওয়ানডে দল ঘোষণা

 

chardike-ad

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে আসন্ন সিরিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানদের জায়গা হয়নি। চোটের কারণে ছিটকে গেছেন তাওহীদ হৃদয়ও। তাদের অনুপস্থিতিতে ওয়ানডে দলে প্রথমবার সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এছাড়া এক বছর পর ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগাতে দ্বিতীয় টেস্ট খেলছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইনজুরির কারণে বেশ কয়েকজন ক্রিকেটার স্কোয়াডে নেই। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

আঙুলের চোটে মুশফিক টেস্ট সিরিজে ছিলেন না। ওয়ানডে সিরিজেও তাকে রাখা হয়নি। এদিকে, নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও একই অবস্থা। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে রাখা হয়নি ওয়ানডে দলে। তবে অপ্রত্যাশিত ভাবেই নেই তাওহীদ হৃদয়। ফুটবল খেলতে গিয়ে কুঁচকির চোটে পড়েন এই ব্যাটার। পাশাপাশি অনুমিত ভাবেই দলে জায়গা হয়নি সাকিব আল হাসানেরও। আফগানিস্তানের বিপক্ষেও তিনি ছিলেন না। ধারণা করা হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হয়তো সাকিবকে স্কোয়াডে ডাকা হবে। কিন্তু তার জাতীয় দলে ফেরাটা এখন অনিশ্চিতই!

এদিকে, আফগানিস্তানের সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জাকির হাসান। মূলত পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন তিনি। এছাড়া ব্যক্তিগত কারণে সিরিজে নেই মোস্তাফিজুর রহমান। সিনিয়ররা না থাকায় প্রথমবার সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। তরুণ এই ব্যাটার ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাথমিক স্কোয়াডের সদস্য ছিলেন। ৫৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকের অপেক্ষাতে আছেন তিনি। ৪টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি করা পারভেজের রান ১ হাজার ৮৫২।

স্কোয়াডে সবচেয়ে বড় চমকের নাম আফিফ হোসেন ধ্রুব। ২০২৩ সালে সর্বশেষ ওয়ানডে খেলা এই ক্রিকেটার তেমন কিছু না করেই ওয়ানডে দলে ফিরেছেন।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।