৩৭ বছর বয়সে অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভথ ফেল’খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। রবিবার (১ ডিসেম্বর) রাতে ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেন বিক্রান্ত।
অভিনয়কে বিদায় জানানোর তথ্য উল্লেখ করে বিক্রান্ত ম্যাসি লেখেন, “গত কয়েক বছর দারুণ কেটেছে। সবার অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি যতই সামনে এগিয়ে যাচ্ছি, ততই উপলদ্ধি করছি, আমার বাড়ি ফেরার সময় হয়েছে। একজন স্বামী, বাবা, সন্তান এবং একজন অভিনেতা হিসেবেও।”
অভিনয়ে পুনরায় ফেরার ইঙ্গিত দিয়েছেন বিক্রান্ত। তবে তা অনিশ্চিত। বিক্রান্ত ম্যাসির ভাষায়, “সুতরাং ২০২৫ সালে আমরা শেষবারের মতো দেখা করব। যতক্ষণ না সঠিক সময় মনে না হয়! শেষ দুটো সিনেমা এবং অনেক বছরের স্মৃতি। আবারো ধন্যবাদ। সবকিছুর জন্যই চিরঋণী।”