বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে লেখাপড়া করে যুবকরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। যেখানে শিক্ষা অর্জন করে সঙ্গে সঙ্গে কাজ পাবেন। যেখানে শিক্ষা অর্জন করে সাথে সাথে কাজ পাবেন। এমন একটা বাংলাদেশ চাই যেখানে ধর্মীয় উপসনালয়গুলোতে পাহারা দেওয়া লাগবে না। যার যার ধর্ম সে পালন করবে সেখানে কেউ কোনো হস্তক্ষেপ করবে না ও জাতপাত ও ধর্মের ভেদাভেদ থাকবে না।
সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝালকাঠির শহরের ব্র্যাক মোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আমরা অতীতে ধৈর্য ধরেছি, এখনো ধরছি, আগামীতেও ধরব। আমরা যে ত্যাগ শিকার করে এসেছি আগামীতেও ত্যাগ শিকার করে যাব ইনশাআল্লাহ। আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই অফিস-আদালতে কোথাও গিয়ে লাঞ্ছিত হতে হবে না। যেখানে জনগণ তাদের অধিকার সম্মানের সঙ্গে পাবেন। আমরা কথা দিচ্ছি, এ দায়িত্ব যদি আমরা পাই তাহলে এর প্রতিদান দেব।
ছাত্র–জনতার অভ্যুত্থানের বিষয়ে শফিকুর রহমান বলেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তারা আমাদের জাতীয় বীর। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ও স্যালুট জানাই।
জেলা জামায়তের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদীর ছেলে মাসুদ সাঈদী। সম্মেলন শেষে জামায়াতের আমীর ঝালকাঠি নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসার মাঠে এক সুধী সমাবেশে অংশ নেন।