Search
Close this search box.
Search
Close this search box.

‘মেসি’ লেখা বুট পরে কেন খেলতে নামছেন ইয়ামাল

 

chardike-ad

গতকাল বার্সেলোনা ও লাস পালমাসের মধ্যকার ম্যাচ চলাকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ছবি। চোট কাটিয়ে ফেরা লামিনে ইয়ামাল তখন বসে আছেন বেঞ্চে এবং তাঁর দুই পা সামনের বেঞ্চে তুলে রাখা। ছবিটিতে ইয়ামালের বুটের একটি জায়গা চিহ্নিত করে দেখানো হয় সেখানে ‘মেসি’ লেখা।

এরপর দ্রুতই ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘মেসি’ নামাঙ্কিত এই বুট অবশ্য শুধুই আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি ইয়ামালের ভালোবাসার প্রকাশই নয়। এর পেছনে আছে অন্য কারণও। জানা গেছে, মেসি লেখা এই বুট শুধু ইয়ামাল একাই পরবেন না। এই বুট পরবেন আরও ৯ ফুটবলার।

অ্যাডিডাসের প্রচারণামূলক ‘মেসি+১০’ ক্যাম্পেইনের জন্য বিশেষ এই বুটটি পরবেন নির্বাচিত ১০ ফুটবলার। নারী-পুরুষ মিলিয়ে এই ফুটবলারদের অবশ্য মেসি নিজেই বাছাই করেছেন। এর আগে ১০/১০ অর্থাৎ অক্টোবরের ১০ তারিখকে ‘মেসি ডে’ বা মেসি দিবস পালন করে অ্যাডিডাস। ‘মেসি+১০’ও সেই উদ্যোগের অংশ।

ইয়ামাল ছাড়াও এই আরও যাঁরা এই প্রচারণায় যুক্ত আছেন, তাঁরা হলেন ক্লদিও এচেভেরি, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, কেনান ইলদিজ, আসান উয়েদরাওগো এবং এলিয়েসে বেন সেগির।

এর আগে এই উদ্যোগ নিয়ে মেসি বলেছিলেন, ‘ফুটবল আমার আবেগ। অ্যাডিডাসের সঙ্গে নিজের বুট নিয়ে আসতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি এই তরুণদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা এই বুট পছন্দ করেছে এবং এগুলো পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।’

মেসির নামাঙ্কিত বুট পরে মাঠে নামার দিনটি অবশ্য ভালো যায়নি ইয়ামালের। লাস পালমাসের বিপক্ষে তাঁর দল বার্সেলোনা হেরেছে ২-১ গোলে।