Search
Close this search box.
Search
Close this search box.

শরদ কাপুরের বিরুদ্ধে নারীকে হেনস্তার অভিযোগ

 

chardike-ad

এক নারীর সঙ্গে বাজে আচরণ এবং নারীকে হয়রানির অভিযোগে শরদ কাপুরের নামে অভিযোগও দায়ের হয়েছে। মুম্বাইয়ের খার থানায় অভিযোগ দায়ের করেন ৩২ বছর বয়সী নারী।

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বলেছে, ‘এলওসি কার্গিল’ ছবির অভিনেতা সেই নারীকে নিজ বাড়িতে ডেকেছিলেন। সেখানেই তাঁর সঙ্গে বাজে আচরণ করেন শরদ। জোর করে তাঁকে স্পর্শও করেন অভিনেতা।

পুলিশ জানায়, শুটিংয়ের সুযোগ পাইয়ে দেওয়ার বিষয়ে কথা বলতে তাঁকে অফিসে ডাকেন অভিনেতা। ফোনেই নিজের লোকেশন পাঠিয়ে দেন অভিনেতা। খার এলাকায় অবস্থিত শরদের অফিসে ডাকা হয় তাঁকে। কিন্তু সেই নারী সেখানে গিয়ে বুঝতে পারেন ওটা কোনো অফিস নয়। বরং সেটা অভিনেতার বাড়ি।

নারীর অভিযোগ, দরজা খোলার পরই তাঁকে শোবার ঘরে ডাকেন শরদ। অযাচিত স্পর্শ করেন। সেদিন বিকেলেই ওই নারীকে হোয়াটসঅ্যাপে অকথ্য ভাষায় মেসেজ পাঠান শরদ। এরপরই পুরো বিষয়টি তাঁর এক বন্ধুকে জানান ওই নারী। পরে তাঁরা গিয়ে থানায় অভিযোগ করেন।

তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি শরদ। শরদ কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭৪ ধারা, ৭৫ ধারা এবং ৭৯ ধারায় এফআইআর করা হয়েছে।