Search
Close this search box.
Search
Close this search box.

আইরিশদের হারিয়ে সিরিজ বাংলাদেশের

 

chardike-ad

এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় ম্যাচে ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে নিগার সুলতানা জ্যোতিরর দল ৩৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয়।

প্রথম ওয়ানডেতে ১৫৪ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচেও দাপট দেখিয়েছে। আয়ারল্যান্ড নারী দল আগে ব্যাট করে ৬ উইকেটে সংগ্রহ করে ১৯৩ রান। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভালো শুরু করতে ব্যর্থ হয় আইরিশরা।

টসে জিতে ব্যাট করতে নেমে আইরিশ ওপেনার গ্যাবি লুইস মাত্র ২ রানেই সুলতানা খাতুনের শিকার হন। উইকেটকিপার ব্যাটার অ্যামি হান্টার ৬৮ রানের ইনিংস খেলে দলের হাল ধরলেও অন্যরা তেমন অবদান রাখতে পারেননি। বল হাতে সুলতানা খাতুন ১০ ওভারে ৩২ রান দিয়ে নেন ২ উইকেট। নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার ভাগাভাগি করেন বাকি দুটি উইকেট।

১৯৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরুতেই মুরশিদা খাতুন (৬) আউট হলেও ফারজানা হক পিংকি ও শারমিন সুপ্তার ৮৫ রানের জুটি জয় সহজ করে দেয়। ফারজানা ব্যাক টু ব্যাক ফিফটি তুলে ৫০ রান করে আউট হন। শারমিন করেন ৪৩ রান।

অধিনায়ক নিগার সুলতানা ৪০ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষে স্বর্ণা আক্তার হার-না-মানা ২৯ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। ফাহিমা খাতুন অপরাজিত থাকেন ৪ রানে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর মিরপুরে। এরপর সিলেটে ৫, ৭ ও ৯ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।