চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বেশ চাপের মুখে পড়েছে। মিলান ও লিভারপুলের বিপক্ষে টানা দুই পরাজয়ে দলটি লিগ পর্বের পয়েন্ট তালিকায় পেছনের দিকে সরে গেছে।
পাঁচ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ সংগ্রহ করেছে মাত্র ৬ পয়েন্ট, যা তাদের তালিকার ২৪তম স্থানে রেখেছে। এই অবস্থান প্লে-অফের সুযোগ দিলেও দলটি চূড়ান্ত পর্ব থেকে ছিটকে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। কারণ, তারা শুধু ২ পয়েন্টের ব্যবধানে প্লে-অফের নিচের স্থানে থাকা দলগুলোর চেয়ে এগিয়ে।
নতুন চ্যাম্পিয়নস লিগ ফরম্যাটে ৩৬টি দল এক টেবিলে প্রতিদ্বন্দ্বিতা করছে, যা প্রতিযোগিতাকে আরও অনিশ্চিত করে তুলেছে। এখনো তিনটি ম্যাচ বাকি থাকায়, রিয়াল মাদ্রিদের পরবর্তী ধাপে ওঠার সম্ভাব্য সমীকরণ বিশ্লেষণ করা সম্ভব।
শীর্ষ আটে থাকতে এবং সরাসরি রাউন্ড অব ১৬-তে পৌঁছানোর জন্য, ধারণা করা হচ্ছে একটি দলের অন্তত ১৬ পয়েন্ট প্রয়োজন হবে। কিন্তু রিয়াল মাদ্রিদ পাঁচ ম্যাচ শেষে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে, যার মানে তারা বাকি তিনটি ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৫ পয়েন্ট সংগ্রহ করতে পারবে।
এই হিসাব অনুযায়ী, সরাসরি নকআউট পর্বে ওঠা তাদের জন্য প্রায় অসম্ভব।
কিন্তু শেষ ষোলোতে ওঠার প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে, পয়েন্টের ন্যূনতম সীমা ১০ থেকে ১১ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই রিয়াল মাদ্রিদকে বাকি তিন ম্যাচ থেকে অন্তত ৫ পয়েন্ট সংগ্রহ করতে হবে। এর মানে, দুইটি ম্যাচ জেতা অথবা একটি ম্যাচ জয় ও দুটি ড্র করতে হবে।
তাদের ভুলের সুযোগ এখন প্রায় নেই বললেই চলে। প্রতিটি ম্যাচই এখন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চ্যাম্পিয়ন্স লিগের এই পর্বে রিয়াল মাদ্রিদকে পারফরম্যান্স বাড়াতে হবে। পরবর্তী কয়েকটি ম্যাচই নির্ধারণ করবে, তারা চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা চালিয়ে যেতে পারবে কি না, নাকি অপ্রত্যাশিতভাবে বিদায় নিতে হবে।