পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সারা দেশে জমি সুরক্ষা আইন ম্যানডেটরি (বাধ্যতামূলক) করতে হবে।
তিনি বলেন, আমাদের কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুল করতে হবে। কক্সবাজারে জমি নিয়ে আগ্রাসন চলছে, খুলনা ও যশোরে পাইপিং করছেন চিংড়ি চাষিরাও। তাই কোস্ট লাইন জোনিং জরুরি। কোস্টের কত কাছাকাছি কী করা যাবে, কী করা যাবে না, এটা পরিকল্পনা করতে হবে। জমি সুরক্ষা আইন ম্যানডেটরি করতে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত ভবনে ‘পায়রা বন্দরনগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটনভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন রিজওয়ানা হাসান।
পানিসম্পদ উপদেষ্টা বলেন, স্পেশাল জোনিং আমাদের ম্যানডেটরি। কৃষি জমি সুরক্ষা আইন আছে, এর সঙ্গে আমরা সারা দেশে জমি সুরক্ষা আইন ম্যানডেটরি করে ফেলতে পারি।
তিনি আরও বলেন, দেশের উপকূল, উপকূলীয় জমি ও পরিবেশ সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল ও ভবন নির্মাণ থামছে না।
কুয়াকাটায় মানুষ বিচ দেখতে যাবে, সেখানে গিয়ে কেন গলফ খেলতে হবে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, পরিকল্পনায় বিমানবন্দরের প্রস্তাব করা হয়েছে, এর জন্য প্রচুর পানি সরবরাহের প্রয়োজন আছে। কিন্তু যেখানে এখনই পানির স্বল্পতা দেখা দিচ্ছে সেখানে এমন প্রস্তাব স্বাভাবিক নয়। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও ভাবতে হবে। এখনই সেখানে প্লাস্টিক বর্জ্য আশঙ্কাজনক। একটা জোন সাইক্লোন শেলটার দরকার।
রিজওয়ানা হাসান বলেন, কক্সবাজারে বিচের পাড় দখল করে আবারও স্থাপনা তৈরি হচ্ছে। জনপ্রিয় কার্টুন চরিত্র যেমন টম অ্যান্ড জেরির মতো হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে ভাঙা হচ্ছে আবার তৈরি করছেন তারা।