Search
Close this search box.
Search
Close this search box.

চিন্ময় দাসের মুক্তি চেয়ে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা

 

chardike-ad

সুনামগঞ্জের জামালগঞ্জে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় ছেলেকে থানায় দিয়েছেন বাবা। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জামালগঞ্জ সদর এলাকায় এ ঘটনা ঘটে। পোস্ট দেওয়ার পর বিক্ষোভ হওয়ায় ছেলে অভি দাসকে থানায় সোপর্দ করেন বাবা বিমল দাস।

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) অভি দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লেখেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই। যদি মুক্তি না দেয়া হয়, তাহলে আপনারা ভুলবেন না- সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনিরা। আমরা অলটাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রাম সেনা, রাম রাম।’

পোস্টটি দেখার পর মঙ্গলবার রাতেই আলেমদের একটি গ্রুপ সাচনা বাজারে অভিযুক্ত অভি দাসের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে অভি দাসকে গ্রেফতারের দাবি জানান। পরে বুধবার (২৭ নভেম্বর) সকালে অভিযুক্ত অভিকে তার বাবা বিমল দাস থানায় হস্তান্তর করেন।

এদিন বিকেলে বিকেলে উপজেলার আলেম-ওলামা এবং পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতিতে অভিযুক্ত অভি দাসের বাবা বিমল দাস তার ছেলের ভুল হয়েছে স্বীকার করে ক্ষমা করে দেয়ার অনুরোধ জানান। পরবর্তীতে অভিযুক্ত অভি দাস নিঃশর্ত ক্ষমা চাইলে থানায় মুচলেকা দিয়ে ছাড়া পান।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ. ম কামাল হোসাইন বলেন, ‘বিষয়টি উপজেলার আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বসে সমাধান করেছেন বলে আমাকে অবহিত করেন। মুচলেকা রেখে অভি দাসকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।