ভারতের কলকাতার জনপ্রিয় নির্মাতা শিবপ্রসাদ মুখার্জির পরিচালিত ‘বহুরূপী’ কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে। বাংলাদেশেও সিনেমাটি মুক্তির কথা চলছে বলে জানা গেছে। আগামী মাসেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। ভারত-বাংলাদেশের সিনেমাবিনিময় নিয়ে সম্প্রতি কথা বলেছেন এ পরিচালক।
হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, সাফটা চুক্তি অনুযায়ী, ভারতের দুটি সিনেমা চলবে বাংলাদেশে। এর মধ্যে একটি ‘পুষ্পা টু’ আরেকটি ‘বহুরূপী’। এ প্রসঙ্গে শিবপ্রসাদ বলেন, বাংলার জন্য এটা খুবই গর্বের। এবং ওপ্রান্ত থেকে আমাদের সিনেমা বহুরূপীর সঙ্গে আদান-প্রদানে যে সিনেমাটা দেখানো হবে, সেটি রায়হান রাফী পরিচালিত ‘দামাল’। সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে।
এ নির্মাতা বলেন, আমরা উদগ্রীব হয়ে আছি ‘বহুরূপী’ কবে ওপার বাংলায় দেখানো হবে এ নিয়ে। অপেক্ষা করছি কবে দুই দেশের রাষ্ট্রীয় সিলমোহর পাব। কবে মুক্তির দিন নির্দিষ্ট হবে। বাকি সবকিছুই হয়ে গেছে, শুধু ফাইনাল অনুমতির অপেক্ষায়। লালফিতের গেরোয় আমরা একটু আটকে। অপেক্ষা করছি, কবে দুই দেশের রাষ্ট্রীয় সিলমোহর পাওয়া যাবে।
এদিকে দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি। এ নির্মাতার প্রসঙ্গে টেনে শিবপ্রসাদ বলেন, বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ে রয়েছেন মোস্তফা সরওয়ার ফারুকী। আমি তার সিনেমার ভক্ত। উনি আন্তর্জাতিক সিনেমার সঙ্গেও যুক্ত।
তিনি বলেন, আমার ধারণা—উনি পরিচালক-প্রযোজকের মনের কথা, সিনেমাপ্রেমীর মানুষের কথা বুঝবেন। দুই দেশের মধ্যে সিনেমার আদান-প্রদান যাতে দীর্ঘ হয়, ফারুকীর কাছে সেটিই চাইব।