মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ ও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মন্তব্য করেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার (১৮ নভেম্বর) ভারতীয় সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি আওয়ামী লীগের সমাবেশে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। তবে কয়েকটি বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।
ভারতীয় ওই সাংবাদিক প্রশ্ন করেন, “সম্প্রতি বাংলাদেশে আওয়ামী লীগের একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। এছাড়া নারী, সংখ্যালঘু এবং সাংবাদিকদের ওপর হামলা, এমনকি সংবাদমাধ্যমের প্রবেশাধিকার বন্ধের মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে। অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন, শিক্ষার্থীদের ‘মৌসুমি বিপ্লব’ দেশকে সংকটময় পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো যোগাযোগ করেছে কি?”
জবাবে মিলার বলেন, “আমি আমাদের অভ্যন্তরীণ কূটনৈতিক আলোচনার বিষয়ে এখান থেকে বিস্তারিত বলতে চাই না। তবে আমরা বাংলাদেশের সরকারের কাছে স্পষ্ট বার্তা দিয়েছি, যেমনটা বিশ্বের অন্যান্য দেশকেও দিয়ে থাকি, তা হলো—আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে। কোনো অবস্থাতেই কোনো সরকার শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংস দমন-পীড়ন চালাতে পারে না।”
সাংবাদিকের করা দ্বিতীয় প্রশ্ন ছিল, “বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি অপসারণের প্রস্তাব দিয়েছেন। এটি এমন এক সময়ে এসেছে, যখন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা বাড়ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য আছে কি?”
এ প্রশ্নের উত্তরে মিলার বলেন, “বিষয়টি মাথায় থাকবে, আমরা দেখব এ বিষয়ে আমাদের কিছু বলার আছে কিনা।”