Search
Close this search box.
Search
Close this search box.

আ.লীগকে নিষিদ্ধ না করতে বিভিন্ন দূতাবাস থেকে চাপ দেওয়ার চেষ্টা হচ্ছে

 

chardike-ad

 

আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ‘গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দেওয়ার মাধ্যমে তাদের ফিরিয়ে আনার নানা ধরনের চক্রান্ত হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় ও কথায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করছে। ডেমোক্রেসির কথা বলে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপ দেওয়ার চেষ্টা করছে- আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না।’

সোমবার (১৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আয়োজনে ‘নবীন চোখে গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, বলেন, ‘৫৩ বছরে যে স্টাবলিশমেন্ট ফ্যাসিবাদী আওয়ামী শক্তি গড়ে তুলেছে, সেটা শুধু রাজনৈতিক নয়, সেটা একইসঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক। সুতরাং প্রতিটি ক্ষেত্রে আমাদের ফ্যাসিবাদীদের রুখে দিতে হবে। ফ্যাসিবাদ যাতে পুনরায় ফিরে না আসে সে জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

এ সময় তিনি প্রতিটি ক্যাম্পাসে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য ক্যাবিনেটে আলোচনা করার কথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন- অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, উপস্থাপক ও আইনজীবী মানজুর আল মতিন, জাতীয় নাগরিক কমিটির সদস্য ফয়সাল মাহমুদ শান্ত।