Search
Close this search box.
Search
Close this search box.

সৃজিতের শহরে মধ্যমণি শাকিব!

 

chardike-ad

কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে ২০২৫ সালের জন্য ১৮টি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। জমকালো আয়োজনে সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা। এতে মধ্যমণি হয়ে ছিলেন ঢালিউডের শাকিব খান।

পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অনির্বাণ, ঋত্বিক, ঋতুপর্ণা, শ্রাবন্তী ও দর্শনার মতো প্রথম সারির তারকারা। আরও ছিলেন সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো নির্মাতারা।
সৃজিতের শহরে মধ্যমণি শাকিব!

এতসব তারকাদের ভিড়ে মধ্যমণি হয়েছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। মুম্বাইয়ে চলমান ‘বরবাদ’ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে ডেকে তোলেন শাকিবকে। সম্বোধন করেন বাংলাদেশিদের গর্ব মেগাস্টার হিসেবে।

এরপর শাকিব খান মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ সিনেমা নিয়ে বলেন, ‘আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টির বেশি দেশে ছবিটি মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘণ্টায় ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।’

মঞ্চে দাঁড়িয়ে শাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, ‘যতবারই এখানে (কলকাতা) আসি, কখনও দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।’

এদিকে, এদিন এসকে মুভিজ ঘোষিত ১৮ সিনেমার মধ্যে শাকিব খান থাকছেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সূত্র জানাচ্ছে, প্রাথমিক আলাপ হয়েছে। আগামীতে বড় আয়োজন করে ব্লকবাস্টার ‘শিকারি’, ‘নবাব’র পর ফের জানানো হবে এসকে মুভিজের সঙ্গে শাকিবের নতুন কাজের খবর।