সব মিলে সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বাজে সময় কাটাচ্ছিল পাকিস্তান। অস্ট্রেলিয়া সফর যেন স্বস্তি ফিরিয়ে এনেছে। ২২ বছর পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয় তারই সাক্ষ্য দিচ্ছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে অজিদের ৮ উইকেটে হারিয়েছে তারা। তাতে টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে ২-১ ব্যবধানে।
পার্থে টানা দুই ম্যাচে লো স্কোরে গুটিয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তৃতীয় ওয়ানডেতে তাদের ১৪০ রানে গুটিয়ে দিয়ে অনায়াসেই জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী দল। ২০০২ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ জেতা পাকিস্তান লক্ষ্য ছুঁয়ে ফেলে ২৭তম ওভারে। সহজ জয়ের এই মঞ্চটা গড়ে দেন পাকিস্তানের পেসাররাই। শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ আর হাসনাইনদের বোলিং তোপে কোনওভাবেই বড় ইনিংস খেলতে পারেননি কেউ। সর্বোচ্চ ৩০ রান আসে শন অ্যাবটের ব্যাট থেকে। ওপেনার ম্যাথু শর্ট খেলেছেন ২২ রানের ইনিংস। বাকিরা আসা-যাওয়া করেছেন। শুধু কুপার কনলি মাঠ ছাড়েন রিটায়ার্ড হার্ট হয়ে।
শাহীন ৩২ রানে নিয়েছেন ৩টি উইকেট। ৫৪ রানে নাসিম শাহ নেন ৩টি। ২৪ রানে হারিস রউফ নিয়েছেন দুটি। গুরুত্বপূর্ণ সময়ে ম্যাথু শর্ট আর গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নিয়ে ম্যাচসেরাও তিনি। ২৪ রানে হাসনাইন নিয়েছেন একটি। অজিদের হয়ে ২৪ রানে দুটি উইকেট নেন ল্যান্স মরিস।
মামুলি লক্ষ্যে পাকিস্তানের ব্যাটারদের কোনও সংগ্রামই করতে হয়নি। ওপেনিং জুটিতেই যোগ হয়েছে ৮৪। আব্দুল্লাহ শফিক ৩৭ রানে ফিরলে ভাঙে শুরুর জুটি। দ্রুত সময়ে সাইম আইয়ুব ৪২ রানে ফিরলে বাকিটা পথ সহজে পাড়ি দেন বাবর আজম ও অধিনায়ক রিজওয়ান। বাবর ২৮ রানে অপরাজিত ছিলেন। রিজওয়ান অপরাজিত ছিলেন ৩০ রানে।