Search
Close this search box.
Search
Close this search box.

রিমান্ডে অসুস্থ, শাজাহান খানকে ঢাকা মেডিকেলে ভর্তি

 

chardike-ad

 

রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় সাবেক মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ বোধ করলে বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মেডিকেল সূত্র জানায়, শাজাহান খান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। ডিবি পুলিশের পাহারায় তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রথমে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। শাজাহান খানের ইসিজি করা হয়েছে। তার উচ্চ রক্তচাপ পাওয়া গেছে। তা ছাড়া তার ডায়াবেটিস ও হৃদ্‌রোগের সমস্যা রয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠানো হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। এর মধ্যে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। তাকে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিতে কিশোর আবদুল মোতালিব নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে।