Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় সম্মাননা পেলেন বাফুফের নতুন সহসভাপতি

 

chardike-ad

দক্ষিণ কোরিয়ার সিউলে ফেডারেশন অব এশিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন (ফাপা)-এর ৩০তম কংগ্রেসে ‘ইশিডেট’ সম্মাননা পেয়েছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।

১৯৮৬ সাল থেকে এশিয়া জুড়ে ফার্মেসি ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই সম্মাননায় ভূষিত করে আসছে ফাপা। ইন্ডাস্ট্রিয়াল এবং ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে বিশেষ অবদানের জন্য এবার এই সম্মাননা পেয়েছেন নাসের শাহরিয়ার। পাশাপাশি এশিয়া জুড়ে ফার্মেসি পেশার বিস্তারেও তার বিশেষ অবদান তুলে ধরা হয় কংগ্রেসে।

৩১ অক্টোবর কংগ্রেস শুরুর দিন নাসের শাহরিয়ার জাহেদীর হাতে পুরস্কার তুলে দেন ফাপা প্রেসিডেন্ট ড. ইয়োলান্ডা রবলেস। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী, দেশটির এফডিএ মহাপরিচালক এবং এশিয়ার ২৪টি দেশ থেকে অংশ নেওয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফাপার ৩০তম কংগ্রেসে সংগঠনটির ৬০ বছরপূর্তি উদযাপন হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে সহসভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়ে ফাপা কংগ্রেসে অংশ নিতে দক্ষিণ কোরিয়া গেছেন সাবেক সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী। কংগ্রেস শেষ হবে শনিবার।