Search
Close this search box.
Search
Close this search box.

শান্তর নেতৃত্বে আফগানিস্তান সিরিজ খেলবে বাংলাদেশ

 

chardike-ad

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হলেও ক্রিকেটারদের ব্যস্ততা কমছে না। আগামী ৬ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের মাঝপথে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। ধারণা করা হচ্ছিল নতুন নেতৃত্বেই আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে সেটি হয়নি। শান্তকে অধিনায়ক করেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

তেমন কিছু না করেই ওয়ানডে দলে ফিরেছেন সৌম্য সরকার। অসুস্থতার কারণে নেই লিটন দাস। তিনি চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারেননি। ১৫ সদস্যের স্কোয়াডে নতুন মুখ পেসার নাহিদ রানা।

তবে নতুন খবর হচ্ছে শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ, প্রথমটি ৬ নভেম্বর। বাকি দুটি ম্যাচ ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।