Search
Close this search box.
Search
Close this search box.

সাফ জিতিয়ে বিদায় নিচ্ছেন নারী দলের কোচ

 

chardike-ad

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জিতিয়েই পদত্যাগের ঘোষণা দিয়েছেন কোচ পিটার বাটলার। গতকাল নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আঞ্চলিক এই শিরোপা জিতেছে। শিরোপা জয়ের আনন্দের মাঝেই হতাশা ঝড়িয়ে কোচ বাটলার বাংলাদেশকে বিদায় জানিয়ে দিয়েছেন।

নারী দলের দায়িত্ব গ্রহণের পর থেকেই এই ইংলিশ কোচকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। সাফ চলাকালেও সিনিয়রদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এর বাইরে বোর্ডের সঙ্গে নানা ইস্যুতে সমস্যা চলছিল তাঁর। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও বাংলাদেশ নারী দলকে বিদায় বলে দিয়েছেন এই কোচ।

সাফ জয়ের দিন একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘এই ট্রফি জয় মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদ্‌যাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ। মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। মেয়েদের সঙ্গে এটাই আমার শেষ ম্যাচ ছিল।’

কেন তিনি এমন করলেন এমন প্রশ্নের জবাবে পিটারের উত্তর, ‘আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি।’ সমস্যাটা কেমন জানতে চাইলে পিটার বলেন, ‘তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই।’

গত সাফ জেতানোর পর বহুদিন দায়িত্বে থাকা কোচ গোলাম রব্বানী ছোটন বিদায় নিয়েছেন। এবার বিদায় নিলেন বাটলারও।