যানজট নিরসনে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ও ঐতিহাসিক ভবন সংরক্ষণ প্রকল্প পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সকলের চলাচলে সহযোগিতা নিশ্চিত করতে শিক্ষার্থীরা উদ্যানেই তাঁদের সমাবেশ করুন।’
তিনি আরও জানান, প্রকল্পের কাজ আশানুরূপভাবে এগিয়ে চলেছে এবং আগামী ছয় মাসের মধ্যে এটি সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। তবে নির্ধারিত বাজেটের মধ্যে থেকেই প্রকল্প শেষ করতে হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন তারা।