Search
Close this search box.
Search
Close this search box.

দুই শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আজহারুল গ্রেপ্তার

 

chardike-ad

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুক নামের দুই শিক্ষার্থী হত্যার মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাহিত্যবিষয়ক উপসম্পাদক আজহারুল হক ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।

সূত্রাপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আজহারুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ইকরাম এবং সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থী ওমর ফারুক হত্যা মামলার আসামি। এই দুই শিক্ষার্থী গত ১৯ জুলাই রাতে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের সামনে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আন্দোলনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা নির্বিচারে গুলি চালান। তাঁদের গুলিতে ইকরাম হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওমর ফারুক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত ওমর ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন সূত্রপুর থানায় একটি মামলা হয়।