Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশকে সহজেই হারালো দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ লড়াই করলেও চ্যালেঞ্জ জানানোর জন্য পুঁজিটা পর্যাপ্ত ছিল না। ১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়েই সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে। যার মধ্য দিয়ে এশিয়া অঞ্চলে জয় খরা কাটিয়েছে তারা। এশিয়ায় টেস্ট জিতেছে ২০১৪ সালের পর।
সকালে বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে মাঠে নামে সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে। প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়াটাই শেষ পর্যন্ত কাল হলো। সকালের শুরুতে ৪.৫ ওভারে বাকি তিন উইকেট তুলে নেন প্রোটিয়াদের দুই পেসার। আগের দিনের সঙ্গে যোগ করতে পারে মাত্র ২৪ রান। শেষ উইকেট হিসেবে মিরাজ ৯৭ রানে ফিরলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩০৭ রানে। তাতে মাত্র ১০৫ রানের লিডই পেয়েছে স্বাগতিকরা। জবাবে এই রান তাড়া করতে বেগ পেতে হয়নি সফরকারীদের।
দুই ওপেনার মারক্রাম ও ডি জর্জি মিলে ওপেনিংয়ে যোগ করেন ৪২ রান। তাইজুল মারক্রামকে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছেন। তার পর আক্রমণাত্মক ব্যাট করতে থাকা ডি জর্জিকেও ফেরান তিনি। ততক্ষণে ৭১ রান তুলে ফেলেছে প্রোটিয়া দল। বাকিটা সময় স্টাবস মেরে খেলে জয়টাকে ত্বরান্বিত করেছেন। তাইজুল শেষ দিকে বেডিংহ্যামকে (১২) ফিরিয়ে তৃতীয় উইকেট শিকার করলেও সেটা ছিল সান্ত্বনা পুরস্কার। স্টাবস তার পর লাঞ্চের আগেই নিশ্চিত ৭ উইকেটের জয়।
দ্বিতীয় ইনিংসে তাইজুল ৪৩ রানে শিকার করেছেন ৩ উইকেট।

chardike-ad

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ২১.৫ ওভারে ১০৪/৩, লক্ষ্য ১০৬ (স্টাবস ৩০*, রিকেলটন ১*; মারক্রাম ২০, ডি জর্জি ৪১, বেডিংহ্যাম ১২)

ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।