Search
Close this search box.
Search
Close this search box.

আমদানির খবরে কমেছে ডিমের দাম

বাজারে ডিমের দাম কিছুটা কমেছে। দুই দিন আগে বিদেশ থেকে ডিম আমদানির অনুমতি দেয় অন্তর্বর্তী সরকার। পাশাপাশি সম্প্রতি বাড়ানো হয়েছে বাজার তদারকিও। এতে কমতে শুরু করেছে পণ্যটির দাম। মাত্র চার দিনের ব্যবধানে ডিমের দাম প্রতি ডজনে ২০–৩০ টাকা কমেছে।

chardike-ad

নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম উৎস ডিম ও ব্রয়লার মুরগি। কিন্তু উচ্চ দামের কারণে ডিম–মুরগি কিনতেও মানুষ হিমশিম খাচ্ছেন। দাম নিয়ন্ত্রণে সরকার ডিম আমদানির অনুমতি দিয়েছে। আমদানিতে শুল্ক কমানোর সুপারিশও এসেছে। সঙ্গে বাড়ানো হয়েছে বাজার তদারকি।

তবে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের এসব পদক্ষেপে ডিমের দাম কিছুটা কমলেও তা হবে সাময়িক। ডিমের দাম ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হলে ডিমের উৎপাদন খরচ কমানো ও সিন্ডিকেটকারীদের (অসাধু জোট) বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।