Search
Close this search box.
Search
Close this search box.

ফাওয়াদ খান ফিরছেন বলিউড

বিনোদন ডেস্ক।

chardike-ad
বলিউডের ছবিতে অভিনয় করে ভারতের দর্শকদের মন জয় করেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। এরপর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতেও দেখা গিয়েছিল তাকে। আট বছরের বিরতি কাটিয়ে আবারও বলিউডের ছবিতে ফিরছেন এই অভিনেতা।
জানা গেছে, ফাওয়াদ খানের আসন্ন সিনেমার নাম ‘আবির গুলাল’। রোমান্টিক কমেডি ঘরানার ছবিতে ফাওয়াদ খানের বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে। ছবিটি পরিচালনা করছেন আরতি এস. বাগদি। গত ২৯ সেপ্টেম্বর থেকে লন্ডন এবং এর আশপাশের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ছবিটির শুটিং। আগামী অক্টোবর এবং নভেম্বরজুড়ে লন্ডনে শুটিং চলবে।
পরিচালক আরতি এস. বাগদি গল্পের একটি আভাস দিয়ে বলেছেন, ‘চলচ্চিত্রটি এমন দুই ব্যক্তির যাত্রার অন্বেষণ করে যারা অনিচ্ছায় একে অন্যকে নিরাময় করতে সাহায্য করে, একটি অপ্রত্যাশিত পরিণতি হিসেবে প্রেম প্রস্ফুটিত হয়।’