স্টাফ রিপোর্টার।
দীর্ঘদিন ধরেই পুলিশ রাজনৈতিক দলগুলোর কাছে আবদ্ধ হয়ে আছে। ক্ষমতায় যাওয়া ও টিকে থাকার হাতিয়ার হিসেবে রাজনৈতিক দলগুলো পুলিশকে ব্যবহার করেছে। বিশেষ করে গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে দলীয়করণ ছিল সবচেয়ে বেশি।
ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে শিক্ষার্থীসহ নিরীহ লোকজন মারা গেছে। আন্দোলনের সময় পুলিশের বিতর্কিত ভূমিকা নিয়ে দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। ফলে পুলিশের সংস্কার করতে কমিশন গঠন করেছে।
কমিশন কাজও শুরু করে দিয়েছে। পুলিশ সংস্কারের জন্য পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কমিশনের কাছে প্রস্তাবনা পাঠিয়েছে। ওই প্রস্তাবনায় ব্রিটিশ আমলে আইনের সংশোধন করাসহ ৩৯টির বিষয়ে প্রস্তাবনা দিয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। তাছাড়া কমিশন সুশীল সমাজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকেও মতামত নিচ্ছে।