মোত্তাকিন মুন।
কোরিয়ার জংওয়াং শিকজাজে মার্টের পার্শ্ববর্তী এলাকা হতে বাংলাদেশি প্রবাসী সাব্বির আহমেদ সোহাগের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি একজন ইপিএস কর্মী ছিলেন।
মৃত সোহাগের সহকর্মীর ভাষ্যমতে গত শুক্রবার রাত্রিকালীন ডিউটি শেষ করে শনিবার সকালে পায়ের ও কোমর ব্যথা এবং দাঁতের চিকিৎসা (স্কেলিং)করা শেষে বাসায় ফিরে আসেন। দাঁতের চিকিৎসার ফলে তার রক্তক্ষরণ হচ্ছিলো বলেও তিনি নিশ্চিত করেন।
এরপর ২ দিন তার কোনো খোঁজ পাওয়া না গেলে, সহকর্মীদের সাহায্যে আজ সোমবার সকাল ১১ টায় পুলিশ লাশ উদ্ধার করে।
বাংলাদেশি প্রবাসী সোহাগের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কোরিয়ান পুলিশ স্পষ্ট কিছু জানায়নি।