মাত্র ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। খেলেনি কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এমনই এক কোচ নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি করেছে মাত্র তিন মাসের। জিম্বাবুয়ে সিরিজ থেকেই দায়িত্ব বুঝে নিয়ে প্রথম পর্যায়ের মেয়াদ শেষ করবেন টি টোয়েন্টি বিশ্বকাপের শেষে।
পাকিস্তানের বাঁহাতি লেগ স্পিনার মুশতাক আহমেদ। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোটে উইকেট পেয়েছেন ৩৪৬টি। সোখানে মুস্তাফিজই আরও বেশ কিছুদিন আগে শুধু টি টোয়েন্টিতেই ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করে ফেলেছে। যাকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ বানানো হলো সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় দেওয়ার দুই বছর পর এসেছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি। পরে অবশ্য ফ্রাঞ্চাইজি লীগে খেলেছেন সে। তবুও, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মোশতাককে সাকিব, মিরাজ, তাইজুলদের দায়িত্ব দেওয়াটা মোটেও যুক্তিযুক্ত মনে করছেন না বিশ্লেষকরা।
তবে অভিজ্ঞতার বিচারে দেখলে মোশতাক আহমেদের ছিল বেশ লম্বা ক্যারিয়ার। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নিজ দেশ পাকিস্তানের হয়েও স্পিন বোলিংয়ের দীক্ষাগুরু ছিলেন তিনি। খুব শীঘ্রই বাংলাদেশে এসে দায়িত্ব বুঝে সাকিবদের সাথে কাজ করতে নিজের আগ্রহও প্রকাশ করেছেন। রঙ্গুনা হেরাথর স্থলাভিষিক্ত মোশতাক ভালো করলে টি টোয়েন্টি বিশ্বকাপের পর হতে পারে চুক্তির নবায়ন। তবে তাকে কোচিং প্যানেলে আনতে কত টাকা ঢালতে হয়েছে তা এখনো জানা যায়নি।