একমাত্র বাংলাদেশি হিসেবে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের বিলিয়নিয়ারদের তালিকায় স্থান পেয়েছেন আজিজ খান। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের বর্তমান মোট সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন মার্কিন ডলার।
বিশ্বব্যাপী ২৭৮১ জন বিলিয়নিয়ারদের তালিকায় আজিজ খানের অবস্থান ২৫৪৫তম। গতবছরের মত এবারও সিঙ্গাপুরের সেরা ৫০ ধনীর তালিকায় ৪১তম অবস্থানে আছেন আজিজ খান।
আজিজ খানের সামিট গ্রুপের ২০টির ও বেশি ব্যবসা রয়েছে; বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স, রিয়েল এস্টেট, এলএনজি’র ব্যবসা অন্যতম।
পৃথিবীতে বিলিয়নিয়ারের সংখ্যা বাড়ছে। ফোর্বসের তালিকায় এবছর রেকর্ড ২৭৮১ জন বিলিয়নিয়ারের নাম এসেছে। যাদের মোট সম্পদের পরিমাণ ১৪.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। গত বছরের হিসেব অনুযায়ী এ বছর নতুন করে ২৬৫ জন বিলিনিয়ার হয়েছে।