Search
Close this search box.
Search
Close this search box.

facebookবাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ উধাও হয়ে গেছে। ব্যবহার করা যাচ্ছে না ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও। মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে দেশের বিভিন্ন জায়গায় থেকে একযোগে ফেসবুক লগ-আউট এবং সেশন আউট হয়ে যায় বলে জানিয়েছেন অনেকে।

প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত সাড়ে তিন লাখ রিপোর্ট পাওয়া গেছে ডাউন ডিটেক্টরে। এক্সের ট্রেন্ডিং ফিডেও ফেসবুক সার্ভার ডাউনের বিষয়টি উঠে এসেছে।

chardike-ad

ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন।

সামিউর রহমান নামে এক ফেসবুক ব্যাবহারকারী জানান, রাত ৯টা ১৫ মিনিটের দিকে আমার ফেসবুক ওয়াল চেক করা অবস্থায় হঠাৎ লগ-আউট হয়ে যায়। এরপর থেকে অনেক চেষ্টা করেও আর লগইন করতে পারছিনা।

তবে মেটা কিংবা ফেসবুক তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছুই জানায়নি।