malaysia-bangladeshiমালয়েশিয়ায় ১৩৪ বাংলাদেশিসহ ২৩২ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন পুলিশ। মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে ২৪ থেকে ৭০ বছর বয়সী এসব বিদেশি নাগরিককে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়। এর আগে মোট ৩৫৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করে অভিবাসন পুলিশ।

chardike-ad

বৃহস্পতিবার সকালে মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ জন নারী, ১৩৪ জন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ রয়েছে।

অভিযানের সময় অবৈধ অভিবাসীরা ড্রেনে লুকিয়ে পালানোর চেষ্টা করে। গ্রেপ্তারকৃতদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।