লেবাননে সড়ক দুর্ঘটনায় মো. জনি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। লেবাননের জুনি জেলার প্রধান সড়কের জালা নামক স্থানে গত শনিবার (২৭ জুন) রাতে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জনির বাড়ি কুমিল্লা সদর থানার উলচর এলাকায়। তার বাবার নাম খোকন মিয়া। ৬ বছর আগে একটি ক্লিনিং কোম্পানির ভিসায় লেবানন আসেন তিনি। আশরাফিয়ে এলাকায় ছোট একটি রুমে থাকতেন। গত শনিবার রাতে জুনি শহরের প্রধান সড়ক থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধর করে স্থানীয় পুলিশ।
পুলিশের ধারণা, রাতে সড়ক দুর্ঘটনায় নিহতের পর জনির মরদেহ অন্ধকারে পড়ে ছিল। যেহেতু এটি ব্যস্ততম একটি সড়ক, এ কারণে তার মরদেহের উপর দিয়ে অন্যান্য যানবাহন দ্রুত গতিতে চলাচল করায় দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়।