করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে মুগদা মেডিক্যাল হাসপাতালকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে দক্ষিণ কোরিয়া। বুধবার (২৪ জুন) সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়।
এসব সরঞ্জামের মধ্যে রয়েছে- নিবিড় পরিচর্যা কেন্দ্রের বিছানা, রোগীর জন্য মনিটর, ইসিজি মেশিন, আইসিউ ভেন্টিলেটর, সাকশন মেশিন, সিরিঞ্জ পাম্প, ইনফিউশন পাম্প, পালস অক্সিমিটার, নেবুলাইজার, কেএন-৯৫ মাস্কসহ অন্যান্য জিনিস।
করোনা মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার সাফল্য রয়েছে এবং তারা তিনটি (টেস্ট, ট্রেস, ট্রিট) কৌশলের মাধ্যমে সাফল্য পেয়েছে। এ বিষয়ে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এর বাংলাদেশ প্রধান ডো ইয়ং-আহ বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকতে পারার জন্য দক্ষিণ কোরিয়া খুশি। এই মহামারি মোকাবিলায় আমরা আরও বেশি সহায়তা করবো।