লেবাননে স্ট্রোকে জাকির মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) ভোরে শৈফাত শহরের স্থানীয় কামাল জুমলাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালটির হিমঘরে রাখা আছে।
জাকির মিয়ার বড় ভাই লেবানন প্রবাসী শাহজাহান মিয়া জানান, দীর্ঘ ৭ বছর আগে জারা প্লাস্ট নামে একটি প্লাস্টিক কোম্পানির ভিসায় লেবানন আসেন জাকির। গত শনিবার রাতে নিজ রুমে হঠাৎ করে স্ট্রোক করেন তিনি। এতে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন।
কোম্পানির মালিক দ্রুত তাকে স্থানীয় কামাল জুমলাত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে স্থানীয় সময় সকাল ৬টায় তার মৃত্যু হয়।
জাকির মিয়ার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার করিতলা গ্রামে। তার বাবার নাম নুরু মিয়া। পরিবারে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। জাকির মিয়ার মৃত্যুতে নিজ এলাকাসহ পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।