Search
Close this search box.
Search
Close this search box.

kimউত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যাকে নিয়ে সদ্য আলোচনা তুঙ্গে। কখনও মারা গেছেন। কখনও অসুস্থ। অথবা কখনও নিখোঁজ। আসলে হয়ত তিনি বিষয়গুলো একাকী কোথাও বসে উপভোগ করছেন। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া অবশ্য দাবি করেছে- কিম বেঁচে আছেন এবং ভালোই আছেন। এবার নতুন করে আলোচনায় কিমের নৌকা।

স্যাটেলাইটে দেখা যাচ্ছে, সমুদ্রের উপকূলে কিমের প্রিয় রিসোর্টের সামনে রয়েছে তার প্রিয় নৌকাটি। যা দেখে অনুমান করা হচ্ছে, উপকূলের ওই রিসোর্টেই রয়েছেন তিনি।

chardike-ad

দৃশটি একটি বাণিজ্যিক স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে। কিম দেখানো নৌকাটিতে ঘুরে বেড়াতেন। স্যাটেলাইন ছবি দেখে অনুমান ধিরে ধিরে স্পষ্ট হচ্ছে যে কিম আসে পাশেই আছে এবং করোনাভাইরাস থেকে দূরে থাকতেই এভাবে নিজেকে সরিয়ে রেখেছেন কিম জং উন।