Search
Close this search box.
Search
Close this search box.

সিউল, ২৪ মে ২০১৪:

দক্ষিণ কোরিয়ায় স্মরণকালের ভয়াবহতম ফেরী দুর্ঘটনার দায়ে সংশ্লিষ্ট ফেরী মালিকের নাম-ছবিসহ ‘মোস্ট ওয়ান্টেড’ পোস্টার বিতরণ শুরু করছে দেশটির পুলিশ। দুর্ঘটনাকবলিত চংঘাজিন মেরিনের কথিত মালিক উ বুং ওনকে আদালতে হাজির হওয়ার জন্য একাধিকবার সমন জারির পরও তিনি হাজিরা না দেওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ইনচনের জেলা আদালত তাঁকে ‘পলাতক’ ঘোষণা করে। এরপরই দেশটির পুলিশ ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকভুক্ত করে তাঁকে ধরিয়ে দিতে ৫ কোটি উওন (ঊনপঞ্চাশ হাজার মার্কিন ডলার) অর্থ পুরষ্কারের ঘোষণা সম্বলিত পোস্টার বিতরণ শুরু করে। গত বৃহস্পতিবার থেকে এ পোস্টার পাবলিক প্লেসসমূহে দেখা যাচ্ছে। একই পোস্টারে মালিকপুত্র ইয়ো দে গুণকে ধরিয়ে দিতেও ৩ কোটি উওন পুরষ্কার ঘোষণা করা হয়েছে।

chardike-ad

PYH2014052208550031500_P2ফেরী দুর্ঘটনার দায়ে অভিযুক্ত হওয়া ছাড়াও উ বুংয়ের বিরুদ্ধে তাঁর প্রতিষ্ঠানের ১২৮ হাজার কোটি উওন আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি তিনি কোটি টাকা মূল্যের বেশ কিছু ছবি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন যা থেকে প্রাপ্ত অর্থের একটা বড় অংশ তিনি বিদেশে পাচার করে দিয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশ। সরকারি রাজস্ব আদায়কারী সংস্থার ভাষ্যমতে এসব ছবি বিক্রিতে তিনি প্রায় দশ হাজার কোটি উওন কর ফাঁকি দিয়েছেন।