চলমান বৈশ্বিক মহামারি কোভিড ১৯ মোকাবেলায় দক্ষিণ কোরিয়া প্রবাসীদের সহযোগিতায় ১৩টি জেলার হাসপাতালে পিপিই বিতরণ শুরু করেছে মেডিক্যাল ছাত্রছাত্রীদের সংগঠন মেডিসিন ক্লাব। জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, মাদারীপুর, মুন্সীগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, বরিশাল, এবং হবিগন্জ।
গত কয়েক সপ্তাহ ধরে কোরিয়া প্রবাসী বাংলাদেশীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করে। সংগৃহীত অর্থের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে মেডিসিন ক্লাবের মাধ্যমে ৭০০ পিপিই প্রদানের সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা। এর বাইরে আঞ্জমানে মফিদুল ইসলামকেও পিপিই প্রদান করা হয়।
উদ্যোক্তারা জানান, দ্বিতীয় ধাপে জেলায় জেলায় ত্রাণ কার্যক্রম শীঘ্রই শুরু হবে। বিভিন্ন দুর্যোগের সময় কোরিয়া প্রবাসীরা এগিয়ে আসে। এবারো বরাবরের মত এগিয়ে আসে কোরিয়া প্রবাসীরা। অর্থ সংগ্রহের আপডেট, সহযোগিতা প্রদানের খবরাখবরের বিস্তারিত ফেসবুকের পেইজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। কোরিয়া প্রবাসীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেওয়া হচ্ছে ২৫ এপ্রিল পর্যন্ত।
সাহায্য পাঠানোর একাউন্ট:
Account No: 630-010216-403 (KEB-Hana Bank)
Account Holder: Bangladesh Community in Korea
ফেসবুক পেইজ: https://www.facebook.com/COVID19.HelpBangladesh.Korea