সারাবিশ্বের মতো জাপানেও দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। বুধবার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫০৩ জন। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত এটাই জাপানে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যাও পাঁচ হাজার ছাড়িয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জাপানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত একজন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে। নতুন আক্রান্তদের মধ্যে রাজধানী টোকিওতেই রয়েছেন ১৪৪ জন। এ নিয়ে শহরটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৯ জন।
করোনার সংক্রমণ প্রতিরোধে গত বুধবার টোকিও, ওসাকাসহ সাতটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে ঘোষণার পরেরদিনও শহরগুলোতে চলাচলকারী ট্রেনে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে সবার ওপরে অবস্থান যুক্তরাষ্ট্রের; দেশটির সোয়া চার লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ১৮ হাজার মৃত্যু নিয়ে সবচেয়ে বেশি প্রাণহানি ইতালিতে।
সূত্র: জাপান টুডে, দ্য স্ট্রেইট টাইমস