দক্ষিণ কোরিয়ায় গত ছয় সপ্তাহের মধ্যে করোনার সংক্রমণের হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁঁছেছে। শনিবার দেশটিতে ৪৭ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারির পর যা সর্বনিম্ন। দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) এসব তথ্য জানিয়েছে।
তবে এতে সন্তুষ্ট নন দেশটির উপস্বাস্থ্য মন্ত্রী কিম গানলিপ। তিনি বলেছেন, দেশে করোনা সংক্রমণের হার কমার প্রবণতা শুরু হয়েছে এটা এখনই বলা যাবে না। সম্প্রতি টেস্ট করার হারও কমেছে বলেও উল্লেখ করেছেন তিনি।
দক্ষিণ কোরিয়া সামাজিক দূরত্ব কর্মসূচি মেনে চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। সে লক্ষে আরও দুই সপ্তাহ সব ধর্মীয় প্রতিষ্ঠান, ইনডোর জিম, বার, কারাওকে রুমসহ বিনোদন ভিত্তিক প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।