Search
Close this search box.
Search
Close this search box.

abdul-momenকরোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘প্রবাসীরা যে যে-ই দেশেই আছেন, সেই দেশে থাকুন। পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। বর্তমানে সারা পৃথিবীতে বিশেষ একটি পরিস্থিতি চলছে, এ পরিস্থিতির সময় আপনারা যে যে-ই দেশে আছেন, সে দেশেই আপনার অবস্থান করেন। সে দেশের আইন কানুন মানেন। সেসব দেশ যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো অনুসরণ করেন।’ বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠক শেষে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে তিনি এ সব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, ‘কোনো ধরনের সমস্যা হলে মিশনের কাছে জানান। আপনাদের সেবায় বিভিন্ন দেশে আমাদের মিশনগুলো দিনরাত ২৪ ঘণ্টা খোলা আছে। খামোখা তাড়াহুড়ো করে দেশে আসার কোনো প্রয়োজন নেই। বরং আক্রান্ত দেশ থেকে কেউ আসলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোথাও যেতে পারবেন না। কারও সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। তাই দেশে ফেরার আগে বুঝে শুনে ফিরবেন।’

chardike-ad

তিনি আরও বলেন, ‘কুয়েত-কাতারসহ বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন, তাদের ফিরে যাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অযথা হেলথ সার্টিফিকেটের জন্য কোথাও দৌড়ঝাঁপের প্রয়োজন নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সে দেশে ফিরে যেতে পারবেন।’