সৌদি আরব পৌঁছতে পারেননি ৬৮ বাংলাদেশি। করোনাভাইরাসের কারণে বাহরাইনের সঙ্গে সৌদি আরব বিমান যোগাযোগ বন্ধ করায় তারা বাহরাইন বিমানবন্দরে আটকা পড়েন। গালফ এয়ারে করে ট্রানজিট যাত্রী হিসেবে বাহরাইনে অবতরণ করেছিলেন তারা। সেখান থেকে সংযোগ ফ্লাইটে করে সৌদি আরব যাওয়ার কথা ছিল তাদের।
জানা গেছে, সোমবার ভোরে বাহরাইনে অবতরণকারী যাত্রীদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ৫৩ জনই দেশে ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফিরছিলেন। এখন তারা বাংলাদেশে ফিরে আসছেন।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর শেখ মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার কয়েকজন যাত্রীকে গালফ এয়ারে করে বাংলাদেশে পাঠানো হয়েছে। বাকিদেরও দেশে পাঠানো হবে।
সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাহরাইনসহ ১৪টি দেশ থেকে আকাশ, স্থল ও নৌপথে যোগাযোগ স্থগিত করে সৌদি আরব।