মালয়েশিয়া যাওয়া হলোনা মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পশ্চিম পাড়ার মাসুম দেওয়ানের (৩৫)। বৃহস্পতিবার তার মালয়েশিয়া পাড়ি দেয়ার কথা ছিলো। কিন্তু আগের দিন সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যান তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে পাঠাওয়ের একটি মোটরসাইকেল যোগে উপজেলার পামুক্তারপুর টোল প্লাজার কাছে পৌঁছলে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। নিহত প্রবাসী মাসুম নয়াগাঁও পশ্চিমপাড়ার সাইফুদ্দিন দেওয়ানের ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ নিহতের স্বজনদের হস্তান্তর করা হয়েছে।