দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন দেশটির একটি ধর্মীয় গেষ্ঠীর চার্চপ্রধান। লি মান-হি নামে শিনচিওনজি গির্জার প্রধান সোমবার এক সংবাদ সম্মেলনে হাঁটু গেড়ে নত মস্তকে ওই ক্ষমা প্রার্থনা করেন। মি. লির বিরুদ্ধে সম্ভাব্য অবহেলার অভিযোগ এনে বিষয়টি তদন্ত করতে চাইছেন দেশটির আইনপ্রণেতারা।
এ বিষয়ে ৮৮ বছর বয়সী ধর্মীয় ওই নেতা বলেন, যদিও বিষয়টি ইচ্ছাকৃত নয়, তারপরও বহু মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি, কিন্তু তা প্রতিরোধে ব্যর্থ হয়েছি। কোভিড-১৯ রোগে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৭৬ জন। যার মাধ্যমে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ২১২ জনে। আর শেষ খবর পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের। আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশই এ চার্চের সদস্য।
দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্তদের মধ্যে ৭৫ শতাংশ দক্ষিণাঞ্চলীয় দেগু শহরের বাসিন্দা, যাদের ৭৩ শতাংশই শিনচিওনজি গির্জার সঙ্গে সম্পৃক্ত।
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী এরইমধ্যে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে চীনেই দুই হাজার নয়শর বেশি। আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। চীনের বাইরে ভাইরাসটি আরও অন্তত ৬৫টির বেশি বিস্তার লাভ করেছে।