লেবাননে মো. জহিরুল ইসলাম (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সাতদিন চিকিৎসা চলার পর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি পরিবারসহ বৈরুতের মারিলিয়াস এলাকায় বাস করতেন।
তার স্ত্রী নূরজাহান বেগম জানান, তার স্বামী জহিরুল ইসলাম রিপাবলিকান নামে একটি ক্লিনিং কোম্পানিতে বৈধভাবে কর্মরত ছিলেন। গত শনিবার (১ ফেব্রুয়ারি) কোম্পানিতে কাজ করার সময় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে যান। পরে কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের সহায়তায় তাকে স্থানীয় খুরি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণ রুমে তার চিকিৎসার ব্যবস্থা করেন। শনিবার তার মৃত্যু হয়।
দুই সন্তানের জনক জহিরুল ইসলামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কোরবানপুর গ্রামে। বাবার নাম মো. সাহাবুদ্দিন। বৈরুতের হামরায় অবস্থিত খুরি হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা আছে।