Search
Close this search box.
Search
Close this search box.

dilipসংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির রাস্তায় কুড়িয়ে পেয়েছেন ৩০ হাজার দেরহাম অর্থাৎ প্রায় ৭ লাখ টাকা। তবে এ অর্থ ফেরত দিয়ে সম্মাননা লাভ করেন দিলিপ ভাওয়াল নামের এক বাংলাদেশি যুবক।

গত ১৩ জানুয়ারি কুড়িয়ে পাওয়া এ অর্থ ফেরত তিনি। এ উপলক্ষে ১৪ জানুয়ারি দেশটির সৎ চাকরিজীবীর অ্যাডভাইজার ইউসুফ আল আব্রি তার হাতে সততার স্মারক তুলে দেন। যা আবুধাবি পুলিশ ডিপার্টমেন্টের নিজস্ব ম্যাগাজিনে প্রকাশ করা হয়।

chardike-ad

গর্বিত প্রবাসী বাংলাদেশি দিলিপ ভাওয়াল (৩০) আবুধাবিতে একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। দেশের বাড়ি ফরিদপুর জেলার চাঁদপুর ইউনিয়নের চত্তর সেন পাড়ায়।