Search
Close this search box.
Search
Close this search box.

idrisসংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমা প্রদেশের ওয়াদি শামস এলাকায় এক প্রবাসী বাংলাদেশি গাড়ি উল্টে আরব সাগরে ভেসে গিয়েছিলেন। নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে তার লাশের সন্ধান পাওয়া যায়।

নিহত ব্যক্তির নাম মুহাম্মদ ইদ্রিছ (৪০)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আহমদ জলিলের ছেলে। ইদ্রিছের স্ত্রী ও দুজন কন্যাসন্তান রয়েছে। তিনি তার পরিবারের বেঁচে থাকা একমাত্র পুত্র সন্তান ছিলেন। এর আগে তার অপর ভাইও প্রবাসে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন।

chardike-ad

জানা গেছে, এক বছর আগে ইদ্রিছ জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। শনিবার নিজে গাড়ি চালিয়ে কাজে যাওয়ার সময় তার এক সহকর্মীও গাড়িতে ছিলেন। পথে জমে থাকা বৃষ্টির পানিতে গাড়িটি উল্টে ভেসে যাচ্ছিল। সে সময় গাড়ি থেকে লাফিয়ে পড়েন ইদ্রিছ। অন্যজনকে স্থানীয় লোকজন উদ্ধার করেন। তবে ইদ্রিছকে রক্ষা করা সম্ভব হয়নি। তিনি ভেসে সাগরে চলে যান। ছয় দিন নিখোঁজ থাকার পর আরব সাগরের ওমান সীমান্ত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।