Search
Close this search box.
Search
Close this search box.
death body
প্রতীকী ছবি

মালয়েশিয়ার কাজাংয়ের একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইট থেকে এক বাংলাদেশির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, নিহত বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের ফোন পেয়ে কাজাংয়ের লেবুরায়ার পুলিশ নিহত বাংলাদেশির লাশ উদ্ধার করে। কাজাং জেলা পুলিশের সহকারী কমিশনার আহমেদ দাজাফির মো. ইউসুফ জানান, শনিবার সকালে জনসাধারণের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে নিহত বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ।

chardike-ad

এ ঘটনায় অপরাধী শনাক্তের জন্য পুলিশ স্থানীয়দের সহযোগিতা চেয়ে তথ্য দেয়ার জন্য ইনভেস্টিগেশন অফিসার ভিকরাম সিংয়ের মোবাইল ফোন নম্বরে ০১৯৪৭৩৭১০৮ যোগাযোগের কথা বলেছে। হত্যাকাণ্ডের ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত চলছে।