Search
Close this search box.
Search
Close this search box.

durjoyহৃদরোগে আক্রান্ত হয়ে জর্ডান বিএনপির সভাপতি দুর্জয় ভূইয়া মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১.৩০ মিনিটে জর্ডানের নিজ বাসায় অসুস্থ হলে সঙ্গে সঙ্গে দেশটির আল খালদি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করেন।

দূর্জয় ভূইয়ার দেশের বাড়ি চট্টগ্রামে। তিনি প্রায় ২৪ বছর ধরে জর্ডানে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি জর্ডান শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

chardike-ad

তার অকাল মৃত্যুতে জর্ডান প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়া শোক জানিয়েছেন, কাতার, কুয়েত, লেবানন, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন, মালয়েশিয়া, জাপান, জার্মানিসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা।

শিগগিরই তার মরদেশ দেশে পাঠানোর জন্য আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছেন জর্ডানের বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ তার পরিবার। মৃত্যুকালে দূর্জয় ভূইয়া এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।