লেবাননে স্বপ্না বেগম (৩৯) নামে এক বাংলাদেশি নারী কর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে আল বারাকাত এলাকায় একটি বাসায় নিজ রুমে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ স্থানীয় আল জুমলাত হাসপাতালের হিমঘরে আছে। বাংলাদেশে নারায়ণগঞ্জ জেলার সাদিপুর ইউনিয়নের খীদিরপুর গ্রামে তার বাড়ি। স্বামীর নাম রুহুল আমিন।
লেবাননে বসবাসরত স্বপ্না বেগমের মেয়ে রুমা বেগম জানান, দীর্ঘ ১৫ বছর আগে জীবিকার তাগিদে স্বপ্না বেগম লেবাননে যান। তিনি সেখানে বৈধ ছিলেন। মা ও মেয়ে দুজনেই আল বারাকাত এলাকায় একটি বাসায় একই রুমে বসবাস করে আসছিলেন। গতকাল সকালে তিনি রুমে একা থাকা অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে স্থানীয় বাংলাদেশিরা আল জুমলাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেশে তার স্বামীসহ আরও দু’জন সন্তান রয়েছে।
এদিকে এ প্রবাসীর অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার বাংলাদেশ সরকারসহ বৈরুত দূতাবাসের কাছে আকুল আবেদন জানিয়েছে, যেন তার মরদেহ অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে পরিবারের কাছে ফেরৎ পাঠানোর ব্যবস্থা করা হয়।