তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান নিজে কোরআন তেলাওয়াত করে লন্ডনে কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেছেন। এ সময় এরদোগানের সঙ্গে সহধর্মিনী আমিনা এরদোগান এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তিনি মহাগ্রন্থ তেলাওয়াতের মাধ্যমে যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় ক্যামব্রিজ শহরে মসজিদটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান বলেন, পৃথিবীর কোনো মুসলমানই সন্ত্রাসী না, ইসলাম কখনোই কোনো সন্ত্রাসী সৃষ্টি করে না।
প্রসঙ্গত, এটি ইউরোপের সর্বাধিক ব্যয়বহুল মসজিদ হিসাবে স্বীকৃতি পেয়েছে। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে ২৪ মিলিয়ন ডলার। মসজিদটিতে দিনের বেলা ইলেকটিসিটি ব্যবহারের দরকার হয় না। কারণ এখানে প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা আছে। মসজিদের ছাদে বৃষ্টির পানি প্রক্রিয়াজাতের ব্যবস্থা রাখা হয়েছে। এতে ভেতরে বেশ ঠাণ্ডা অনুভূত হয়। রাতের জন্য ইলেক্ট্রিসিটি ব্যবহৃত হলেও, তা চলে সোলার প্যানেলের সাহায্যে। ইটের পিলারের বদলে ১৬টি গাছের কলাম ব্যবহার করা হয়েছে।