Search
Close this search box.
Search
Close this search box.

natasaকানাডায় নাতাশা গোমেজ (২১) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণী নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে পেতে নাগরিকদের সহায়তা চেয়ে বিবৃতি দিয়েছে টরন্টো পুলিশ।

কানাডার নিখোঁজ নাগরিকদের খুঁজে পেতে কার্যক্রম পরিচালনার ওয়েবসাইট ‘মিসিংপিপল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নাতাশাকে সবশেষ গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টরন্টোর কিংস্টন রোড/ক্লারমোর অ্যাভিনিউ এলাকায় দেখা গেছে।

chardike-ad

প্রতিবেদনে জানানো হয়, ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার নাতাশার গায়ের রং উজ্জ্বল বাদামি। তার চোখ ও চুলের রংও বাদামি। নিখোঁজ হওয়ার আগে তার গায়ে হুডসহ সাদা উলের ওপর কালো জ্যাকেট, টাইগার-প্রিন্ট প্যান্ট ও পায়ে কালো বুট ছিল।

নাতাশার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন টরন্টো পুলিশ তার বিষয়ে কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-৪১০০ নম্বরে যোগাযোগ করতে বলেছে।