সংযুক্ত আরব আমিরাতের আল আইনে মোহাম্মদ আবু সাঈদ (৩৫) নামে চট্টগ্রামের এক প্রবাসী মৃত্যুবরণ করেছেন। শনিবার সকালে ফজরের নামাজের পর আল আইনে আলম সুপার মার্কেটের পাশে স্ট্রোক করে বালিতে পড়ে যান তিনি। হাসপাতালে নেয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।
তার মরদেহ অনলাইন জিবি হসপিটালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে। মরদেহ দেশে পাঠাতে দূতাবাসের সহযোগিতা চেয়েছে মৃতের পরিবার।
আবু সাঈদের বন্ধুরা জানান, ১৫ বছর ধরে আল আইন শহরে বসবাস করছেন আবু সাঈদ। সাত বছরের এক পুত্রসন্তান রয়েছে তার। আবু সাঈদের বাড়ি চট্টগ্রামে মিরসরাইয়ের ১০ নম্বর মিঠানালা ইউনিয়নে। শুক্রসারেং বাড়ির মোহাম্মদ মিঁয়া সাবের পুত্র আবু সাঈদ।